বসি রইলি ও মন কার আশে

বসি রইলি ও মন কার আশেরঙের বাজার ভাঙ্গি যাইব একদিন চোখের নিমিষেতেল থাকিতে বাত্তি নিভে কাল তুফানের বাতাসে ॥ গুরু কেমন ধনরে ও ভাই গুরু কেমন ধনসময় থাকতে না চিনিলি ওরে অবুঝ মনভবের খেলা বিষম জ্বালা দুধের সনে বিষ মিশে ॥ বাণিজ্যে পাঠাইল তোরে বহু ধন দিলাভে মূলে সব হারালি সঙ্গে নিবি কীতোরে গ্রেফতারী করি […]

বসি রইলি ও মন কার আশে
রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন চোখের নিমিষে
তেল থাকিতে বাত্তি নিভে কাল তুফানের বাতাসে ॥

গুরু কেমন ধনরে ও ভাই গুরু কেমন ধন
সময় থাকতে না চিনিলি ওরে অবুঝ মন
ভবের খেলা বিষম জ্বালা দুধের সনে বিষ মিশে ॥

বাণিজ্যে পাঠাইল তোরে বহু ধন দি
লাভে মূলে সব হারালি সঙ্গে নিবি কী
তোরে গ্রেফতারী করি নিব লুকাই থাকবি কার পাশে ॥

গুরুর পদ ধরি হীন আস্কর আলী কয়
সময়ে না করলে সাধন অসময় কি হয়
নাইয়রুত্তুন নাস্তা নিলে স্বামীয়ে ভালবাসে ॥

লেখক: আস্কর আলী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


বসি রইলি ও মন কার আশে