এ হেন নিদানের কালে প্রাণবন্ধু মোর কোথায় রইল।
বিনা কাষ্ঠের আগুন দিয়ে আমারে জ্বালাইয়া গেল ।।
যে আগুন দিয়েছ সখা, চর্মচোখে যায় না দেখা
(যেমন) কুমারের পইন ঢাকা, ভিতরে পুড়ি ভষ্ম হইল ।।
বাজাইয়ে প্রেমের বাঁশী, গলাতে লাগাল ফাঁসি,
বিধুমুখে মৃদু হাসি, এ দাসের প্রাণ হরে নিল।।
মাইজভাণ্ডারী প্রেমিক রতন, যে বুঝছে প্রেমের ওজন,
রমেশ বলে তারাও কয়জন, আমার মতন কুল হারাইল।।