আমি না পাই যদি তোমার দর্শন দয়াল মওলারে,
ভুলিবনা থাকিতে জীবন
প্রাণে চায় রাখি ধারে, তুমি কেন যাও দূরে
কারে জানাই মনেরি বেদন (ও বন্ধুরে)
ব্যথা আর জানাবো কারে, দরদী নাই এ সংসারে গো
বাসনা মোর করিতে পূরণ ॥
বসাইয়া হৃদাসনে দেখিতে চায় প্রাণে
ছেড়ে যেতে চাও কি কারণ, (ও বন্ধুরে)
তুমি যদি হওরে ছাড়া, জিয়ন্তে হই আমি মরা গো
আমার কাজ কি রাখি, তুই ছাড়া জীবন ॥
আর কি আছে দিবো তোরে, জানাইয়া দাও আমারে
দিতে আর কি আছে সম্বল (ও বন্ধুরে)
সব দিয়াছি নাইরে বাকি, দেখতে রাখছি দুইটি আঁখি গো
(তোমায়) দেখবো বলে দিয়ে দুই নয়ন ॥
রমিজ কয় আর নাইরে বাকি, কোন দিন যেন দিবে ফাঁকি
এই কথাটি রাখিও স্মরণ (ও বন্ধুরে)
তোমার প্রেমে যে জন মরা, দুই নয়নে বহে ধারা গো
কোন দিন হবে তোর সাথে মিলন ॥