বাবাধন বল কোথায় যাই

বাবাধন বল কোথায় যাই, বাবাধন বল কোথায় যাই।এই দুনিয়া ফাঁকের বাজার, প্রাণ কেনে বাঁচাই ॥ তোমার কর্ম্ম তুমি কর আমাকে টানিয়ে মার।আত্মীয় মায়া ফাঁসি, গলেতে লাগাই ॥ আত্মীয় স্বজন যত, নিজের স্বার্থে সবাই রত।দয়া মায়া কথার কথা মূলে কিছু নাই ॥ স্ত্রী পুত্র জ্ঞাতি গুষ্টি, এ’সব তোমার সৃষ্টি।তাদের জন্য আমি কেন, দু’কুল ডুবাই ॥ ফাঁক […]

বাবাধন বল কোথায় যাই, বাবাধন বল কোথায় যাই।
এই দুনিয়া ফাঁকের বাজার, প্রাণ কেনে বাঁচাই ॥

তোমার কর্ম্ম তুমি কর আমাকে টানিয়ে মার।
আত্মীয় মায়া ফাঁসি, গলেতে লাগাই ॥

আত্মীয় স্বজন যত, নিজের স্বার্থে সবাই রত।
দয়া মায়া কথার কথা মূলে কিছু নাই ॥

স্ত্রী পুত্র জ্ঞাতি গুষ্টি, এ’সব তোমার সৃষ্টি।
তাদের জন্য আমি কেন, দু’কুল ডুবাই ॥

ফাঁক তালে দুনিয়া চলে, ফাকে ফাঁসি দিয়ে গলে।
মানবিরে মারছ ভূতের বেগার খাটাই ॥

জাহেরা এলমের ফাঁকে, পর্দ্দা পল তাদের আঁখে।
তোমার পথে বাধা ধরে, ফেরাউনের ভাই ॥

মছনবী গাহিয়ে তারা ওয়াজ করে বেহায়ারা।
মছনবীর মর্ম্ম কিছু তাদের মনে নাই ॥

কলেমা নামায রোজা স্বর্গে যাওয়ার পন্থ সোজা ।
স্বর্গেতে কি করব যদি, তোমাকে না পাই ॥

সংসারে রমণীর খেলা, স্বর্গেও রমণীর মেলা।
নারী-রূপে তারি রূপ, দিয়াছে ভাসাই ॥

সে পবিত্র নারীর পানে, চাইলে গুনা কোন বিধানে।
কি রহস্য তাতে, কেনে বুঝি বা বুঝাই ॥

ভাল মন্দ তোমার খুশি, করিমরে করছ দোষী।
যে করিবে কর তুমি, জগতের গোঁসাই ॥

লেখক : বজলুল করিম মন্দাকিনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


বাবাধন বল কোথায় যাই

লেখকঃhttps://amiryofficial.com/writer/bazlul-karim/

গায়কবজলুল করিম মন্দাকিনী