আমি কি তোমার গোলাম নই
হলে কেন এই জগতে এত জ্বালা সই ॥
তুমি ভবের হর্তা কর্তা
তোমার হাতে সব ক্ষমতা ।
আর কত সহিব দুঃখ তোমার ছাবাল হই ॥
যে তোমায় বাবা বলিল ।
পৈত্রিক ধনের অংশ পেল
অকর্ম এ পুত্র তোমার অংশ পেলাম কই ॥
তুমি পিতা ছত্রধারী
আমি পুত্র দীন ভিখারী
শরমে মরমে মরি দুঃখ কারে কই ॥
সবে ধন রত্ন হাতে
আসে তোমায় সেবা দিতে
আমি আসি শুন্য হাতে খালি উদর লই ॥
আমি কি তা সইতে পারি
দোহাই মওলা মাইজভাণ্ডারী
করিমেরে কৃপা কর রহিম রহমান হই ॥