আহম্মদ মোহাম্মদ নামে
মন প্রাণ মধুময়,
গাউসুল আজম মাইজভাণ্ডারী
সেই মধুরও ভাণ্ড হয় ॥

যে করে সে মধু পান
পাইল সে ঈমান ধন,
দুই কুলে সাফল্য তার
হরদমে তাহারি জয় ॥

আহম্মদ নামের মধু
পান করে যে হয় সাধু,
দোজাহানে স্থানে স্থানে
আর কি তাহার আছে ভয় ॥

মকবুল অজ্ঞানে কয়
মিম আহাদে পর্দা হয়,
সেই পর্দা উঠিয়া গেলে
আহাদ দর্শে নিশ্চয় ॥

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

আহম্মদ মোহাম্মদ নামে