আঁধার ঘরত রাত কাডায়ম কারে লই
পরাণ গেলে গৈ (বন্ধু গেলেগৈ)
আঁধার ঘরত রাত কাডায়ম কারে লই ॥
কোলাকুলি গলাগলি কইত্তাম তারে কত লই ॥ ঐ
তার সনে মোর চলন ফিরন তার সনে খেলা
সদা খেলত প্রেম খেলা
আঁরে গড়ি অবহেলা চলিত কার আশা লই ॥
তেঁই খাইলে আঁই খাইতাম আঁই খাইলে তেঁই,
দুজন থাকতাম এক সাথে
সুখে দুঃখে দিনে রাতে থাকতাম তারে বুকত লই ॥
আড়াকাড়া তোতার মত প্রেমের বান ছিড়ি
যারগৈ কনদেশত উড়ি,
যাইবার কালে মাতায় ন গেল এই দুঃখান আঁই কারে কই ॥
হাসি খুশি রং তামসা সকলি অসার
এই সব দুই দিনের কারবার,
খালি ঘরত পড়ি থাক্যম সুখের দুখের বোঝা লই ॥
রমেশ কয় দরদি বন্ধু যে দিন ছাড়িব
তোরে আর কনে চাইব,
ঘরের বাহির করি দিব ভাই বন্ধুগণ কাঁধে লই ।। ঐ