অসীম ভাবলে অসীম হবি, কেন সসীমে সময় কাটাবি।।
ঊর্ধ শূন্য আধ্যে শূন্য, মধ্য শূন্য দেখরে ভাবি।
মন তুই শূন্য ভেবে শূন্য হলে পাপ আর পুণ্য সব হারাবি।
পঞ্চ ভূতের ঘনাবস্থা সাকার বলে করিয়া দাবী।
স্বপ্ন রাজ্যে ঘুম ভাঙ্গিলে, সাকার বলে কি কই পাবি।।
একের একটি চিহ্ন দিয়ে, অসংখ্যের সংখ্যায় নিবি।
একের আগের সংখ্যা বলুক কোন পণ্ডিত চাই কোন মৌলভী।।
অসীম যার অনুভূতি এমন মানুষ যদি পাবি।
রমেশ কয় বিনা বিচারে, তার চরণে মাথা দিবি।।