মনে এদেশেতে প্রেমিক নাই

মনে এদেশেতে প্রেমিক নাই, চলরে প্রেমিকের দেশে যাই। পেলে মনের মতন প্রেমিক রতন, তার প্রাণেতে প্রাণ মিশাই।। সাম্য মৈত্রী করুণার যে দেশ, প্রেমানন্দে প্রেমিক করে সে দেশে প্রবেশ। প্রেমিক নয়ন ঠারে কথা বলে, মুখে কিন্তু আলাপ নাই।। যেই দেশে নাই ঘৃণা লজ্জা ভয়, নাই হিংসা নিন্দা মান অভিমান প্রেমিক তথা রয়, নাই জাতের বিচার সব […]

মনে এদেশেতে প্রেমিক নাই, চলরে প্রেমিকের দেশে যাই।
পেলে মনের মতন প্রেমিক রতন, তার প্রাণেতে প্রাণ মিশাই।।

সাম্য মৈত্রী করুণার যে দেশ,
প্রেমানন্দে প্রেমিক করে সে দেশে প্রবেশ।
প্রেমিক নয়ন ঠারে কথা বলে, মুখে কিন্তু আলাপ নাই।।

যেই দেশে নাই ঘৃণা লজ্জা ভয়,
নাই হিংসা নিন্দা মান অভিমান প্রেমিক তথা রয়,
নাই জাতের বিচার সব একাকার ছোট বড় চিহ্ন নাই।।

প্রেমিকের দেশ নিত্য এক সমান,
শীত উষ্ণ লাভে লোকসানে সদাই সমান জ্ঞান,
আনন্দধাম দ্বন্দ্ব শূন্য পাপ পূণ্যের আর জায়গা নাই।।

রসরাজ রসিকের প্রেম দরবার,
নিত্য রসে নিত্যের দেশে, মওলা মাইজভাণ্ডার,
রমেশ বলে ভাগ্যের ফলে, কবে জানি সে দেশ পাই।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

মনে এদেশেতে প্রেমিক নাই