আমার সাধের দিন ফুরায়ে এলরে

আমার সাধের দিন ফুরায়ে এলরে ওরে আমি পাইলাম না তারে। আমার কাঁন্দিয়া জনম গেল কাঁচা প্রেম করে।। উপর দেখে ভুলে গেলাম, ভিতরে কি না ভাবিলাম, প্রেম নেশান ঘোরে আমার গণার দিন ফুরায়ে এল বাহিরে ঘুরে।। উপরে বহু রং ধরে এক রঙ্গে বিরাজ করে সবার ভিতরে। তারে চিনলে যেতে পারে আনন্দের বাজারে।। আমার প্রেমের বাঁধন শক্ত […]

আমার সাধের দিন ফুরায়ে এলরে
ওরে আমি পাইলাম না তারে।
আমার কাঁন্দিয়া জনম গেল কাঁচা প্রেম করে।।

উপর দেখে ভুলে গেলাম, ভিতরে কি না ভাবিলাম,
প্রেম নেশান ঘোরে আমার গণার দিন ফুরায়ে এল বাহিরে ঘুরে।।

উপরে বহু রং ধরে এক রঙ্গে বিরাজ করে সবার ভিতরে।
তারে চিনলে যেতে পারে আনন্দের বাজারে।।

আমার প্রেমের বাঁধন শক্ত হত বন্ধু এসে দেখা দিত থাকত না দূরে।।
তারে বুকে নিয়া প্রাণ জুড়াইতাম জীবনের তরে।।

তার সনে প্রেম করে যারা, মরবার আগে মরে তারা,
যার অমরা পুরে।
রমেশ জীবন্ত মরিবার আশা ছিল অন্তরে।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

আমার সাধের দিন ফুরায়ে এলরে