অখণ্ড মণ্ডলে আমি সর্ব স্থলে আমি বিনে, তুমি নাই হের নয়নে।
মজিয়ে নাম রূপে অজ্ঞানের অন্ধকূপে, হাবু ডুবু খেতেছে ভ্রম দর্শনে।।
জীব জড় যত হেরি, পশু পক্ষী নর নারী,
রকম ফেরেতে আমি ভেবে চাহ মনে।
যেমন স্বর্ণ অলঙ্কার, অনেক উপাধি তার,
গলাইলে একাকার নাম আর কেমনে।।
আমি অখণ্ড হই, আমি বিনে তুমি কৈ,
কর কেবল হৈ চৈ মায়া বরণে।
মায়ার ভুল শোধরাও, তুমি ছেড়ে আমি হও,
দুই জন আরূর নহে বিশ্ব আসনে।।
আদিতে এক আমি, মধ্যেতে বহু আমি,
অন্তে অনন্ত আমি এই ভুবনে।
ভাবিয়ে রমেশ বলে, এক বহু অনন্ত গেলে,
অখণ্ড জয় কিছু নাই এক আমি বিনে।।