নহিলে কষ্ট পাবি বহুতর

নহিলে কষ্ট পাবি বহুতর, সময় থাকতে পারের যোগার কর। মনরে দিন গত নয় আয়ুগত, রাখলিনা তার খোঁজ খবর।। বসে রইলি বলনা কি বুঝি, গাউসুল আজম মাইজভাণ্ডারী সে ঘাটের মাঝি, যার উপর সে মাঝি রাজি তার চরণে শীঘ্র ধর।। দক্ষিণেরী দারুণ বাতাসে ভব সমুদ্রের ঢেউ উঠেছে প্রাণ কাঁপে ত্রাসে, (ও তুই) পার ঘাটাতে বেলা শেষে কাঁদিয়া […]

নহিলে কষ্ট পাবি বহুতর, সময় থাকতে পারের যোগার কর।
মনরে দিন গত নয় আয়ুগত, রাখলিনা তার খোঁজ খবর।।

বসে রইলি বলনা কি বুঝি,
গাউসুল আজম মাইজভাণ্ডারী সে ঘাটের মাঝি,
যার উপর সে মাঝি রাজি তার চরণে শীঘ্র ধর।।

দক্ষিণেরী দারুণ বাতাসে
ভব সমুদ্রের ঢেউ উঠেছে প্রাণ কাঁপে ত্রাসে,
(ও তুই) পার ঘাটাতে বেলা শেষে কাঁদিয়া হলি জড়সড়।।

এবে ছাড় মায়াবী খেলা,
কু-ভাবনা ভেবে মন তুই হারালী বেলা,
ও তুই বাঁধলিনা পার হাওয়ার ভেলা, বেলা নাইরে এক প্রহর।।

রমেশ বলে ঘাট পারে গেলে,
উল্টা পাকে পাইলে নৌকা যায় রসাতলে।
তাতে ভাণ্ডারীর নাম ছুপান থাকতে ঢেউ তুফানের কিসের ভয়।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

নহিলে কষ্ট পাবি বহুতর