আমার বন্ধু জন্য জ্বলে মন

আমার বন্ধু জন্য জ্বলে মন কবে পাব বন্ধুর দরশন, তারে না দেখিলে প্রাণে মরি দেখলে শীতল হয় জীবন।। যেদিন তাকে দেখেছি আমার বলতে যা ছিল সর্বস্ব দিয়েছি, এখন আমাতে কি আমি আছি বিনে সেই প্রাণ ধন।। আমার বন্ধু অধর চাঁদ, দেখা দিয়ে আউরে থাকে জান করে হয়রাণ। ধরতে গেলে না দেয় ধরা চিত্ত করে উচাটন।। […]

আমার বন্ধু জন্য জ্বলে মন
কবে পাব বন্ধুর দরশন,
তারে না দেখিলে প্রাণে মরি দেখলে শীতল হয় জীবন।।

যেদিন তাকে দেখেছি
আমার বলতে যা ছিল সর্বস্ব দিয়েছি,
এখন আমাতে কি আমি আছি বিনে সেই প্রাণ ধন।।

আমার বন্ধু অধর চাঁদ,
দেখা দিয়ে আউরে থাকে জান করে হয়রাণ।
ধরতে গেলে না দেয় ধরা চিত্ত করে উচাটন।।

রমেশের কি কর্ম সূত্র
দয়া নাই বন্ধুয়ার মনে বুঝলেম এই মাত্র,
প্রেম ডোরে বেঁধে চিত্ত টানতে আছে ঘন ঘন।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

আমার বন্ধু জন্য জ্বলে মন