প্রেম বিচ্ছেদে আমার জীবন যায়,
নিঠুর বন্ধুয়া মোরে ফিরিয়ে না চায়।
বন্ধুর নয়নের কি টান,
লক্ষ মুখে সাধ্য নাই তার করিতে বয়ান।
আমার মন ভুলাল কুল মজাল নয়ন কোণে বন্ধুর ইসারায়।।
বন্ধু অগতির গতি
অনাথের নাথ এই অখিলের পতি,
তার সনে করে পিরিতি, কান্তে কান্তে আমার জনম যায়।।
বন্ধু দিলের প্রত্যাশি,
জোয়ান বুড়া বিচার নাই তার দিল পেলে খুশি।
ধরে দিলের তালাষ দিবা নিশি, দিল বুঝি তার দিল লাগায়।।
দিলের পর্দা কাটে যার,
তার কাছেতে লুকোচুরি খাটেনা তাহার।
রমেশ বলে টাটকা দিলে আটকা থাকে বন্ধু সর্বদায়।।