তোরা দিন থাকিতে চিনিয়া লওরে গাউছ ধনে।
খোদার দিদার পেতে যদি বাসনা মনে।।
বদ্ধ করে নব দ্বার,
দম কমিতে কর ভার।
(তোর) গুপ্ত জিনিস ব্যক্ত হবে দেখবি নয়নে।।
বরজক সাধনার চোটে,
হৃদ মুকুরে ফটো উঠে।
দিবা নিশি সঙ্গে ছুটে জীবন মরণে।।
(বাবাকে) চিনতে যদি আশা কর,
হাওয়ার জাহাজে চড়।
ইল্লাল্লাহু শব্দ ছাড় হৃদি গগণে।।
বাবাকে দেখিল যেই,
খোদাকে দেখিল সেই।
রমেশ বলে সেই এই শুদ্ধ ঈমানে।।