বেলা শেষে পারঘাটায় এসেছি

বেলা শেষে পারঘাটায় এসেছি তোমার দরজায়, পার করে দাও মাইজভাণ্ডারী বাবা গাউছ ধন।। পাপী তাপি পার করিতে এলে তুমি দুনিয়াতে, ভাণ্ডার রহমান মনজেল লীলা নিকেতন। দয়াল দাদা ধর নাম পূর্ণ কর মনস্কাম, অহেতু কি কর সবে দয়া বিতরণ।। তোমার একটু দয়া পেলে, সর্ব জয়ী ভূমণ্ডলে, ভয় করিয়া আজরাইল এলে হরিতে জীবন।। নানারূপে আজাজীল ধরে, পীরের […]

বেলা শেষে পারঘাটায় এসেছি তোমার দরজায়,
পার করে দাও মাইজভাণ্ডারী বাবা গাউছ ধন।।

পাপী তাপি পার করিতে এলে তুমি দুনিয়াতে,
ভাণ্ডার রহমান মনজেল লীলা নিকেতন।

দয়াল দাদা ধর নাম পূর্ণ কর মনস্কাম,
অহেতু কি কর সবে দয়া বিতরণ।।

তোমার একটু দয়া পেলে, সর্ব জয়ী ভূমণ্ডলে,
ভয় করিয়া আজরাইল এলে হরিতে জীবন।।

নানারূপে আজাজীল ধরে, পীরের রূপ ধরিতে নারে;
কোরান হাদিসে তার আছে নিদর্শন।।

তুমি আমার নয়ন মণি, তোমায় ভাবি দিন যামিনী,
আজরাইল আইলে একটুখানি দিও দরশন।।

রমেশ কয় দরবারি ভাই, বুদ্ধি হীনের সিদ্ধি নাই,
বুদ্ধি বিনে কোন কর্ম হবে না সাধন।।

পীরের ভিতর লুকুতে পারি, আর কি মরণকে ডরি,
আজরাইল করে নিবে ধরি-পীর মুরীদ একজন।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

বেলা শেষে পারঘাটায় এসেছি