আমার নাই, নাই, নাই, নাই, নাই রে,
অধীন কাঙালের কেহ নাই।
তোমার নামে দিয়েছিলাম ভবসাগরের পাড়ি,
তুমি যদি দয়া কর, এক পলকে পারি রে।।
বিষম সংকটে পড়ি, তোমায় স্মরণ করি,
আমি যদি ডুবে মরি — কলঙ্ক তোমারি।।
হীন ইউসুফ কেঁদে বলে, চরণ ধরি,
এই পাপীরে ত্বরাই নিবে গাউস মাইজভাণ্ডারী রে।।
লেখক: ইউসুফ