দিন কাটালেম হেলে ঢেলে,
(অমন) সাধন ভজন করবিনা গো মজিয়ে রলি ধূলা খেলে।
হায়রে আমি জীবন ভরি, যত দুঃখ ভুগিয়ে মরি।
অমূল্য রতন আয়ু গেলরে মোর অবহেলে।
ভবে যত ভালবাসা, সকলি আল্লার আশা।
পুত্র দারা শত্রু সম দেখবি রে মন শমন এলে।
হল্কুমে আসিলে প্রাণ, সকলি দেখবিরে মন।
কি করিলি কি পাইলি ধন জন ছল বলে।
ভবের ভালবাসার পরে, সজোরে দু’লাথ মেরে।
করিম কাঁন্দয়ে পড় মাইজভাণ্ডারীর চরণ তলে।