কি দিয়ে গড়েছেন বিধি

কি দিয়ে গড়েছেন বিধি রমণীর দু’নয়ন। বিনা তারে টানে প্রাণ বিদ্যুতেরি আকর্ষণ। কটাক্ষ্য ভঙ্গিমা ভরা, অধর অমিয় ধারা। স্বর্গের অমৃত সুধা হাসি মুখের আলাপন। সর্বাঙ্গ নূরেরি ছটা, স্বর্গের সুগন্ধি আঁটা। স্বর্গ সুখ হস্তে ধিক ক্ষণকালের সমিলন। প্রেমের প্রতিমা বটে, স্থাপিয়াছেন প্রেম মাঠে। সাধু সিদ্ধা করে সদা রাঙ্গা পায়ে আলিঙ্গন। কামিনী কামের নিধি, যে কামে মজিয়ে […]

কি দিয়ে গড়েছেন বিধি রমণীর দু’নয়ন।
বিনা তারে টানে প্রাণ বিদ্যুতেরি আকর্ষণ।

কটাক্ষ্য ভঙ্গিমা ভরা, অধর অমিয় ধারা।
স্বর্গের অমৃত সুধা হাসি মুখের আলাপন।

সর্বাঙ্গ নূরেরি ছটা, স্বর্গের সুগন্ধি আঁটা।
স্বর্গ সুখ হস্তে ধিক ক্ষণকালের সমিলন।

প্রেমের প্রতিমা বটে, স্থাপিয়াছেন প্রেম মাঠে।
সাধু সিদ্ধা করে সদা রাঙ্গা পায়ে আলিঙ্গন।

কামিনী কামের নিধি, যে কামে মজিয়ে বিধি।
প্রেমের প্রচার কল্পে সৃজিয়াছে ত্রিভুবন।

আদম হাওয়ার তীর্থস্থানে, লিপ্ত হলে গঙ্গা স্নানে।
সে পুণ্য কি পাবে তুমি বাবা কাশী বৃন্দাবন।

করিমের গুপ্ত কথা, পাথরে মারিলে মাথা।
অ-রসিকে বুঝতে নারে প্রেম শাস্ত্রের আলাপন।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

কি দিয়ে গড়েছেন বিধি