আয় সাহে সাহাঁ মাওলায়ে জমাঁ

আয় সাহে সাহাঁ মাওলায়ে জমাঁ, তুঝে ছোড়কে আব মই যাঁও কাঁহা। তু কাবায়ে দেল তু কেবলায়ে জাঁ, তুঝে ছোড়কে আব মইঁ যাঁও কাহাঁ। আয় গাউছে জমাঁ, আয় কুতবে জাঁহা, তু দোনো জাঁহাকে সাহে সাহাঁ। তু মালেকে মুলকো কাওনো মকাঁ, তুঝে ছোড়কে আব মই যাঁও কাহাঁ। যু রেছালত হায় ওহি গাউসিয়ত, যু নবুয়ত হায় ওহি কুতুবিয়ত। […]

আয় সাহে সাহাঁ মাওলায়ে জমাঁ,
তুঝে ছোড়কে আব মই যাঁও কাঁহা।

তু কাবায়ে দেল তু কেবলায়ে জাঁ,
তুঝে ছোড়কে আব মইঁ যাঁও কাহাঁ।

আয় গাউছে জমাঁ, আয় কুতবে জাঁহা,
তু দোনো জাঁহাকে সাহে সাহাঁ।

তু মালেকে মুলকো কাওনো মকাঁ,
তুঝে ছোড়কে আব মই যাঁও কাহাঁ।

যু রেছালত হায় ওহি গাউসিয়ত,
যু নবুয়ত হায় ওহি কুতুবিয়ত।

তু কওন হায় আব কহে আরেফাঁ,
তুঝে ছোড়কে আব মই যাঁও কাহাঁ।

ন মানে নবী যু ছাহেবে শর,
ইয়ে সোনকেরে গাউসকা উয় হাসর।

ইছি মে হায় তেরি শান ইহা,
তুঝে ছোড়কে আব মই যাঁও কাহাঁ।

তুঝে দেখনা খোদা দেখনা,
তাওয়াফে কা’বাছে হায় ছদগুণা।
আরেফে রূমিকা হায় ইয়ে বঁয়া,
তুঝে ছোড়কে আব মই যাঁও কাহাঁ।

তেরা জালালো জমাল ধরা,
ইয়ে সমছোকমর ছদা হায় খাড়া।

ইয়ে দোনো হে তেরে সাহেদে সাঁ,
তুঝে ছোড়কে আব মই যাঁও কাহাঁ।

তেরে অচল কি যুলে খোস খবর,
ছমন মে ছবাকা হুয়া গুজর।
তু ছারে গোলাব খন্দা কুনা,
তুঝে ছোড়কে আব মই যাঁও কাহাঁ।

ইয়ে করিমে বেনওয়া রাত দেন,
বছাওতে আনাদেলে খোস লাহান।

হামাহাল তেরে মদহ খাঁ,
তুঝে ছোড়কে আব মই যাঁও কাহাঁ।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

আয় সাহে সাহাঁ মাওলায়ে জমাঁ