হায় একি মোর দুঃখ ঘোরতর

হায় একি মোর, দুঃখ ঘোরতর, ঘটিল বিষম দায়। মনেরি সন্তাপে, প্রিয়সী সমীপে, কাঁদিনু চাতকী প্রায়।। কটাক্ষেরি শরে, হানিয়ে আমারে, লুটিছ মনেরি ধন। দি এতো যাতনা, বিমুখ হৈয় না, যায় না প্রাণে সহন।। তোমার লাগিয়ে, স্বদেশ ত্যাজিয়ে, কৈরাছি সকল ভিন। এসাছি এদেশে, অতি দুঃখ ক্লেশে, হই প্রেমের অধীন।। করি ধর্ম নষ্ট, হৈয়ে কুল ভ্রষ্ট, ধৈরাছি তোমারি […]

হায় একি মোর, দুঃখ ঘোরতর,
ঘটিল বিষম দায়।
মনেরি সন্তাপে, প্রিয়সী সমীপে,
কাঁদিনু চাতকী প্রায়।।

কটাক্ষেরি শরে, হানিয়ে আমারে,
লুটিছ মনেরি ধন।
দি এতো যাতনা, বিমুখ হৈয় না,
যায় না প্রাণে সহন।।

তোমার লাগিয়ে, স্বদেশ ত্যাজিয়ে,
কৈরাছি সকল ভিন।
এসাছি এদেশে, অতি দুঃখ ক্লেশে,
হই প্রেমের অধীন।।

করি ধর্ম নষ্ট, হৈয়ে কুল ভ্রষ্ট,
ধৈরাছি তোমারি পাশ।
প্রাণেরি প্রিয়সী, সমাদরে তোষি,
পুরাও মনেরি আশ।।

নচেৎ এখন, ত্যাজিব জীবন,
পরাণে হৈব শেষ।
প্রেমের শোচনা, পাইয়ে যাতনা,
প্রাণে সহেন বিশেষ।।

বলয়ে মকবুলে, প্রেমেতে পড়িলে,
নাহিক জীবন আশ।
প্রেমেরি আশায়ে, প্রথম যাত্রায়ে,
হয়ে সম্পূর্ণ বিনাশ।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

হায় একি মোর দুঃখ ঘোরতর