যে জন গাউসুল আজম সে জন বাগদাদওয়ালা
তাঁর কাধে যাঁর চরণ যুগল মদিনাওয়ালা ।
আবু সালেহ মূসা জঙ্গি ছিলেন যাঁর পিতা,
উম্মুল খায়ের মা ফাতিমা ছিলেন যাঁর মাতা,
দু’জনেই ছিলেন আল্লাহ-নবীর প্রেমে উজ্জ্বলা ॥
যখন ছিল পীরানে পীরের ছেলে বেলা,
বাগদাদ পানে ছুটছে তখন বণিক কাফেলা,
ইলমে দ্বীন অর্জনে যার হৃদয় উতলা ॥
হামদন অঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা,
ষাট জনের এক ডাকাতের দল করিলো হামলা
যাঁর সত্যবাদের গুণে হলো তারা মাতোয়ারা ॥
ডাকাত সর্দার যাঁর কদমে সঁপে মালামাল,
শির ঝুঁকিয়ে বরণ করলো দ্বীন আল্লাহর,
যার পরশে দস্যুরা সব বনে অলি আল্লাহ ॥
সকল অলীর কাঁধে যাঁহার নূরানী চরণ
বলেছিলেন সে যামানার বুজুর্গগণ
জুনাইদ বাগদাদী, হাসান আসকারী প্রমুক অলিউল্লাহ ॥
দেখল জগতবাসী তাঁহার বেলায়তের শান,
ধরায় এসে প্রথম দিন করেননি দুধ পান,
জানা গেল সেদিন ছিল রমজান পহেলা ॥
লেখক : সৈয়দ মুহাম্মদ আবু আজম