যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না

যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না,যখন চন্দ্র-সূর্য তারকা ছিল না,আরশ কুরসি ও লাওহে কলম ছিল না,যবছিল না কিছু, ছিলে তুমি শুধু।আল্লাহু আল্লাহু আল্লাহু॥ তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা,তুমি রিজিক দাতা, তুমি পালন কর্তা,তুমি একক, তোমার নাই যে পিতা-মাতা,লা-শারিকা লাকা, তুমি সবার প্রভু ॥ ক্ষমা করো মোদের হে রাব্বুল আলামিন,তাঁর উসিলায় যিনি রহমাতুল্লিল আলামিন,তোমার যিকির […]

যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না,
যখন চন্দ্র-সূর্য তারকা ছিল না,
আরশ কুরসি ও লাওহে কলম ছিল না,
যবছিল না কিছু, ছিলে তুমি শুধু।
আল্লাহু আল্লাহু আল্লাহু॥

তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা,
তুমি রিজিক দাতা, তুমি পালন কর্তা,
তুমি একক, তোমার নাই যে পিতা-মাতা,
লা-শারিকা লাকা, তুমি সবার প্রভু ॥

ক্ষমা করো মোদের হে রাব্বুল আলামিন,
তাঁর উসিলায় যিনি রহমাতুল্লিল আলামিন,
তোমার যিকির করে সদা মানব আর জ্বীন,
কবুল কর মোদের এই ফরিয়াদ টুকু ॥

শক্তি দাও হে খোদা চলতে সদা সৎ পথে,
তোমার দেয়া কুরআন, নবীর সুন্নাহ মতে,
হয় যেন হাশর নবী ও ওলিদের সাথে,
তোমার দ্বারে শুবাইর জানাই আর্জি টুকু ॥

যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না