খোদা কা দোলারে নবীকা পেয়ারে

খোদা কা দোলারে, নবীকা পেয়ারে রূপেরী নির্মল আয়না। নিজ রূপ গুণে, বিরাজি সে দর্পণে, ছলনায়ে বাবা মাওলানা।। তুমি হো নয়ন, তুমি হো অরুণ, তুমি হো সংসার প্রাণধন। তুমি নবী সখা, তুমি ছুরজ মুখা, তুমি ভবের পতি বাহানা।। তুমি খোদার ছায়া, এসেছ করিতে দয়া, উদ্ধারিতে কলির পাপীগণ। দুনিয়ার মৃত্যু কালে, আসিলা ভবকূলে, কূল দিতে আখেরী জমানা।। […]

খোদা কা দোলারে, নবীকা পেয়ারে রূপেরী নির্মল আয়না।
নিজ রূপ গুণে, বিরাজি সে দর্পণে, ছলনায়ে বাবা মাওলানা।।

তুমি হো নয়ন, তুমি হো অরুণ, তুমি হো সংসার প্রাণধন।
তুমি নবী সখা, তুমি ছুরজ মুখা, তুমি ভবের পতি বাহানা।।

তুমি খোদার ছায়া, এসেছ করিতে দয়া, উদ্ধারিতে কলির পাপীগণ।
দুনিয়ার মৃত্যু কালে, আসিলা ভবকূলে, কূল দিতে আখেরী জমানা।।

যে হৈবে বেইমান, না বুঝিবে তব শান, হবেনা তোমার আজ্ঞাধিন।
সর্বদা সর্বস্থানে, করিবে কঠোর মনে, তোমার কলঙ্ক ঘোষণা।।

খোদার মকবুলগণ, হবে তোমার অধিন, পাবে দুইকূলে মুক্তিদান।
ভাণ্ডারী ভাণ্ডারী করি, প্রাণ দিব যবে মরি, কৃপা কর একবার মাওলানা।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

খোদা কা দোলারে নবীকা পেয়ারে