হাম্ ছবহেঁ নির্গুণ, তুমি হোঁ স্বগুণ, অনন্ত তোমারি গুণ জ্ঞান।
তুমি সর্বস্থানে, আপনা হার্ হার্ গুণে সর্বত্রে হওয়া বিরাজমান।।
ভবে হার্ হার্ ঘট, তোমারি গুণ পট, করিছ আপনাহি প্রমাণ।
জালালে জামালে, বিরাজি গুণ বলে, প্রকাশ নিত্য নূতন শান।।
নূতন রঙ্গে, প্রেম তরঙ্গে খেলতেছ হার্ শানে হার্ হার্ আন।
রহে করকে বেরঙ্গি ছবকা তোমহো ছঙ্গি, কেয়ছা তোমারি আজব শান।।
নিত্য নূতন বিরাজিয়ে, ত্রিজগত মন মজাইয়ে, হরিছ প্রেমিকগণ প্রাণ।
দেখে তোমা নানা শান, ধৈর্য না ধরয় প্রাণ, তোমা পরিচিনে স্তব্ধ জ্ঞান।।
মকবুল ধ্যানে জ্ঞানে, তুমি সর্বস্থানে, প্রমাণ তোমারি তোমা শান।
দেখিয়ে তোমহারি শান, সদামন উচাটন, উচাটনে শান্ত কর মেহেরবান।।