ছালাম কেমনে থাকি বল না।
নূরের পুতুলা বাবা মাওলানা।।
রাখবে কেনে মন ভববাসীগণ।
ইন্দ্রগণে দেখি যারে দিওয়ানা।।
দিতে সে তুলন আছে কি এমন।
জীবের জীবন বাবা মাওলানা।।
দাস দিওয়ানা হইনু পরোয়ানা।
নূরের পুতুলা প্রিয়ে মাওলানা।।
দেখাইতে শান করিয়ে বাহান।
লিয়েছে ইনছান ছবি দেখনা।।