ভবে ভিন্ন নাহি কিছু

ভবে ভিন্ন নাহি কিছু সকলি আমার। আমি তো তোমার বন্ধু, তুমি তো আমার।। স্বর্গ মৈত্য পাতালাদি, প্রেম চক্ষে চাহ যদি। পর্বত গভীর নদী সব একাকার।। পুরুষ আমি নারী আমি, আমি স্ত্রী আমি স্বামী। ঐ রূপের রূপ আমি ঐকার আকার।। জল বায়ু মাটি আমি, অনল উজালা আমি। বেহেস্ত দোজখ আমি, আমি জগসার।। নাছুত মলকুত আমি, জবরূত […]

ভবে ভিন্ন নাহি কিছু সকলি আমার।
আমি তো তোমার বন্ধু, তুমি তো আমার।।

স্বর্গ মৈত্য পাতালাদি, প্রেম চক্ষে চাহ যদি।
পর্বত গভীর নদী সব একাকার।।

পুরুষ আমি নারী আমি, আমি স্ত্রী আমি স্বামী।
ঐ রূপের রূপ আমি ঐকার আকার।।

জল বায়ু মাটি আমি, অনল উজালা আমি।
বেহেস্ত দোজখ আমি, আমি জগসার।।

নাছুত মলকুত আমি, জবরূত লাহুত আমি।
আমি সকলের স্বামী, ত্রিভুবন মাঝার।।

নেকি আমি বদি আমি, আবদ আমি ছালাম আমি।
আমি মাওলানার প্রাণ, সে প্রাণ আমার।।

লেখক: আবদুস সালাম ভূজপুরী

error:

ভবে ভিন্ন নাহি কিছু