লেখা ছিল আমার কর্মেতে

লেখা ছিল আমার কর্মেতে, মা-বাপ ছাড়ি জীবন কাডাই পরের ঘরেতে। মোরে বিয়া দিল বছর হইল, দেখা নাই স্বামীর সঙ্গেতে।। বসর কালে না হইল রে সুখ, লক্ষ্মীছাড়া স্বামী লইয়া হইল জনম দুঃখ। মনে কয় যমুনায় যাইতাম।। কহে হীন খাইরুজ্জামা রাস্তার কোঁরে ঘর। মাইল্যার চোরা দৃষ্টি করিল সে ঘরের ভিতর। ঘুম ন-যাইয়্যুম চেতন থাইক্যুম, লুট করিব ডাকাইতে।। […]

লেখা ছিল আমার কর্মেতে,
মা-বাপ ছাড়ি জীবন কাডাই পরের ঘরেতে।
মোরে বিয়া দিল বছর হইল, দেখা নাই স্বামীর সঙ্গেতে।।

বসর কালে না হইল রে সুখ,
লক্ষ্মীছাড়া স্বামী লইয়া হইল জনম দুঃখ।
মনে কয় যমুনায় যাইতাম।।

কহে হীন খাইরুজ্জামা রাস্তার কোঁরে ঘর।
মাইল্যার চোরা দৃষ্টি করিল সে ঘরের ভিতর।
ঘুম ন-যাইয়্যুম চেতন থাইক্যুম, লুট করিব ডাকাইতে।।

লেখক: মাস্টার খাইরুজ্জামা

error:

লেখা ছিল আমার কর্মেতে