থাক থাক থাকরে ওমন কাফের হয়ে

থাক থাক থাকরে ওমন কাফের হয়ে থাক, মুফতিগণের ফতোয়া খানি শিরের উপর রাখ।। দাবী করে মুসলমানি, করলি কত নাফরমানি, ভবের লোভে পাগল হলি, সাধনেতে দিলে ফাঁক।। বায়েজীদ কাফের ছিল, জঙ্গলেতে আসন নিল। সেই আসনে মুসলমান দেখে লাখে লাখ।। ছাড়িয়ে কাফেরী ডর, লতিফে কয় সাধন কর, অবহেলায় জীবন গেলে আর পাবিনা লাগ।। লেখক : আবদুল লতিফ […]

থাক থাক থাকরে ওমন কাফের হয়ে থাক,
মুফতিগণের ফতোয়া খানি শিরের উপর রাখ।।

দাবী করে মুসলমানি, করলি কত নাফরমানি,
ভবের লোভে পাগল হলি, সাধনেতে দিলে ফাঁক।।

বায়েজীদ কাফের ছিল, জঙ্গলেতে আসন নিল।
সেই আসনে মুসলমান দেখে লাখে লাখ।।

ছাড়িয়ে কাফেরী ডর, লতিফে কয় সাধন কর,
অবহেলায় জীবন গেলে আর পাবিনা লাগ।।

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

error:

থাক থাক থাকরে ওমন কাফের হয়ে