মন আমার রসিক ডুবুরি

মন আমার রসিক ডুবুরি, মন আমার রসিক ডুবুরী। কত রত্ন তুলি আনি এক ডুম্বে পড়ি।। ভবের সাগরে মন অতি আশ্চর্য খেলন। প্রতি ঢেউয়ে প্রতি বিন্দু প্রিয়ারে হেরি।। ঢেউ খেলে কত রঙ্গে, ভাসি ভাসাই প্রেম তরঙ্গে। প্রিয়া তরে লাগাইল ভাবের তরী।। হে সাগর থাক বাকি, প্রিয়া আসি তোমা দেখি। তোমা মন্দ যে বুঝে সে অজ্ঞান ভারি।। […]

মন আমার রসিক ডুবুরি, মন আমার রসিক ডুবুরী।
কত রত্ন তুলি আনি এক ডুম্বে পড়ি।।

ভবের সাগরে মন অতি আশ্চর্য খেলন।
প্রতি ঢেউয়ে প্রতি বিন্দু প্রিয়ারে হেরি।।

ঢেউ খেলে কত রঙ্গে, ভাসি ভাসাই প্রেম তরঙ্গে।
প্রিয়া তরে লাগাইল ভাবের তরী।।

হে সাগর থাক বাকি, প্রিয়া আসি তোমা দেখি।
তোমা মন্দ যে বুঝে সে অজ্ঞান ভারি।।

যেবা ভাব লক্ষ কৈরে, মুগ্ধ হৈল তোর অন্তরে।
দুই ভবে গেল সেই নিশ্চয়ে ত্বরি।।

মাওলা ধন প্রেম সাগর, রূপ গুণে মনোহর।
আঁখি ঠারে মকবুল মন লৈগেল হরি।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

মন আমার রসিক ডুবুরি