হেকমতে লিয়ে ছলনা, বিধিয়ে কৈরে বাহানা।
ভবে পাঠালে রসিক বাবা মাওলানা।।
দ্বিজগতে ত্বরিবারে, বাঞ্ছা হৈলে হৃদান্তরে।
রাঙ্গা পদাশ্রয়ে শীঘ্রে করে ঠিকানা।।
প্রেম সাগরে সে কাণ্ডারী, সাজাই চরণ তরী।
দিয়াছে প্রেমের ফাঁড়ি ত্বরা চড়না।।
ত্বরিবারে এক তরী, সাজাইছে মাইজভাণ্ডারী।
তৌহিদের দ্বারে পালে লাগাই ঠিকানা।।
বাবাজীর দ্বিচরণ হৈয়ে রক্ষা কারণ।
মকবুলেরে বানাইলে তরী চালনা।।