হে প্রাণের ধন যায় মন প্রাণ

হে প্রাণের ধন যায় মন প্রাণ, আর প্রাণে বধিও নারে।। ডুবে তব প্রেম সিন্ধুতে সদায় ভাসি নয়ন স্রোতে। হায় শাহা তোর প্রেমের দোহাই, আর মোরে ভাসাইও নারে।। পরওয়ানা বানাইয়া মোরে, জ্বালাইয়া রূপ সামাপরে। হায় শাহা তোর রূপের দোহাই, আর মোরে জ্বালাইও নারে।। ত্যাজি হাদী কুলমান, ঘুরে আমি বনে বন। হায় শাহা তোর নামের দোহাই,আর মোরে […]

হে প্রাণের ধন যায় মন প্রাণ,
আর প্রাণে বধিও নারে।।

ডুবে তব প্রেম সিন্ধুতে
সদায় ভাসি নয়ন স্রোতে।
হায় শাহা তোর প্রেমের দোহাই, আর মোরে ভাসাইও নারে।।

পরওয়ানা বানাইয়া মোরে,
জ্বালাইয়া রূপ সামাপরে।
হায় শাহা তোর রূপের দোহাই, আর মোরে জ্বালাইও নারে।।

ত্যাজি হাদী কুলমান,
ঘুরে আমি বনে বন।
হায় শাহা তোর নামের দোহাই,আর মোরে ঘুরাইও নারে।।

লেখক: আবদুল হাদী কাঞ্চনপুরী

error:

হে প্রাণের ধন যায় মন প্রাণ