চিননিরে মন আমার জাননিরে মন

চিননিরে মন আমার জাননিরে মন। ভব দর্পণেতে সদা বিরাজ করে কোন।। ডাইনে বামে অগ্রে পাছে, গুপ্তে ব্যক্তে ঊর্ধে নিচে। প্রিয়া জ্যোতি যত আছে ব্যাপিত রোশন।। এথা রেখে প্রাণ স্বামী, কাবা কিসে যাব আমি। আর্শ তুল্য ভবে মম প্রিয়ার আসন।। কালশিলা কি চুম্বিব, পাপ কালী কি ছাড়াব। পূণ্য সিন্ধু ভেসে, প্রিয়ার রাতুল চরণ।। প্রিয়ার কদম তলে […]

চিননিরে মন আমার জাননিরে মন।
ভব দর্পণেতে সদা বিরাজ করে কোন।।

ডাইনে বামে অগ্রে পাছে, গুপ্তে ব্যক্তে ঊর্ধে নিচে।
প্রিয়া জ্যোতি যত আছে ব্যাপিত রোশন।।

এথা রেখে প্রাণ স্বামী, কাবা কিসে যাব আমি।
আর্শ তুল্য ভবে মম প্রিয়ার আসন।।

কালশিলা কি চুম্বিব, পাপ কালী কি ছাড়াব।
পূণ্য সিন্ধু ভেসে, প্রিয়ার রাতুল চরণ।।

প্রিয়ার কদম তলে তজ্বল্লির অনল জ্বলে।
মুছা নহি কোহেতুরে যাব কি কারণ।।

প্রাণপ্রিয়া মাওলাধন, দেখাই যে নূরী চরণ।
পতঙ্গ প্রায় মকবুলেরে দিলা দরশন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

চিননিরে মন আমার জাননিরে মন