হালকা জরপ নিন্দা করে

হালকা জরপ নিন্দা করে যে জনে, সে না জানে। আসল নমাজ হালকা জরপ টের পেলোত আশেকানে।। হায় হামেশ কয় লাহুতে কয় কাজ আছে, গুরু ইছিম দিয়েছে। জয় জিকির ময় রাখ পয় পাবে সাধনে। হালকা জরপ ছয়টি হরফ দেখ বিচারি, দমের মছল্লা করি। হৃদের কাবা সামনে করি নমাজ পড় যতনে।। আদম কাবা খোদা আছে রমেশ পাগলা […]

হালকা জরপ নিন্দা করে যে জনে, সে না জানে।
আসল নমাজ হালকা জরপ টের পেলোত আশেকানে।।

হায় হামেশ কয় লাহুতে কয় কাজ আছে,
গুরু ইছিম দিয়েছে।
জয় জিকির ময় রাখ পয় পাবে সাধনে।

হালকা জরপ ছয়টি হরফ দেখ বিচারি,
দমের মছল্লা করি।
হৃদের কাবা সামনে করি নমাজ পড় যতনে।।

আদম কাবা খোদা আছে রমেশ পাগলা কয়,
তারে চিনা সহজে নয়।
গাউছেল আজম হলে সদয় এক পলকে সে চিনে।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

হালকা জরপ নিন্দা করে