হরদম গাহিব আমি বন্ধুর প্রেমের গান।
মাইজভাণ্ডারী মাওলা, আমার পরাণের পরাণ।
রূহানিতে করে খেলা সেই খেলাতে প্রাণ উতলা।
আঁধার ঘরের মানিক মাওলা পূর্ণমাসি চাঁন।
মাওলা পাখী, মাওলা সাকি, কলবেতে মারে উঁকি।
হৃদ পিঞ্জরে পোষা-পাখী মুশকিল আশান।
প্রচার করে প্রেম অখণ্ড, মাইজভাণ্ডার প্রেম সুধা ভাণ্ড,
এক যোগে কি কৌশল কাণ্ড চালায় চার খান্দান।
রমেশ বলে ভাবি মনে, দিন গেল মোর মাওলার গানে,
একটু যদি শুনে কানে স্বার্থক আমার প্রাণ।