সোণার আদম হেলা করে বেলা গেল বইয়া।
(ওরে আদমরে) পিতার মস্তক হতে,
এলে মার সেকমেতে,
গোপন পথে মণী বিন্দু হইয়া।
নাপাক ছিলি পাক হইলি,
পূর্ব কথা ভুলে গেলি,
পাইয়া এই দুই দিনের দুনিয়া।।
(ওরে আদমরে) দিনে দুনিয়ার কাম,
রাত্রে তোর মাবুদের নাম,
নিতে এলে স্বীকার করিয়া।
আসল কাজে অবহেলা,
কোথায় গেল কালুবালা,
কি বলিবি হাশর ময়দান গিয়া।।
(ওরে আদমরে) হুর পক্ষী কোন দিন ,
বরখেলাফ নাই খোদার নাম নিয়া।
খোদার পেয়ারা আদম হলি,
আদমের কাজ কি করিলি,
জিজ্ঞাসিবে মনকির নকির গিয়া।।
(ওরে আদমরে) এখনও সময় আছে,
চল কামেল পীরের কাছে,
দিল ঈমান পরিষ্কার করিয়া।
আজও করলে গাফিলতি,
হইবে অরিশয় ক্ষতি,
ফল পাবি পুলছেরাতে গিয়া।।
(ওরে আদমরে) মাইজভাণ্ডার পার ঘাটায়,
হাজার হাজার পার করায়,
পেসেঞ্জার হও সেই ঘাটে যাইয়া।
রমেশ কয় চিন্তা কিরে,
যাহা হয় নাই ষাইট বছরে,
এক পলকে দিবে পার করাইয়া।।