সূফী রহিমুল্লাহ শাহ

এমন ও মজার নাস্তা কোন বাজারে পাই
নিত্য নতুন নাস্তা আশেক কোন বাজারে পাই নাস্তার নাম ...
চার মকামে চারটি পরাণ, আর এক পরাণ কি
নাচে গায় কথা কয়, কেমন জিনিস দিই নাছুতে ...
ওরে আমার মরণ কালে স্মরণ করি,
প্রাণ দিব না তুমি বিনে, ওরে আমার মরণ কালে ॥ ...
চার রঙ্গের মসল্লা দিয়া যেই করেছে তোর গঠন
দিবানিশি ভাব বসি, ডাক তারে সারাক্ষণ ॥ হস্ত ...
আর কিছু ধন চাইনা মুরশিদ-ও যাইতে মোরে সঙ্গে নিও
আমার মরণের কালে তোমার হাতে পানি দিও ...
চিনলাম চিনলাম তোরে রঙ্গিলা তুই
নানা রঙ্গের খেলা , জোড়ালি - রে পিতা সাজি জন্ম দিলি ...
আত্মা না চিনিলে আত্মার উদ্ধার কই
শিষ্যরূপে মন্ত্র নিলাম , গুরু রূপে দেখলাম কই গুরু যেই ...
error:
amiry official writer

সূফী রহিমুল্লাহ শাহ

সুফি রহিমুল্লাহ শাহ চট্টগ্রামের পটিয়া উপজেলার একজন খ্যাতিমান সুফি কবি ও গীতিকার। তিনি আমিরভাণ্ডারী তরিকার একজন নিবেদিতপ্রাণ লেখক ছিলেন। তাঁর পীর-মুর্শিদ হযরত আমিরুজ্জমান শাহ (ক), যাঁর অনুপ্রেরণায় তিনি অসংখ্য আধ্যাত্মিক ও হৃদয়স্পর্শী গান রচনা করেন। তাঁর গানগুলোতে সুফিবাদ, মুর্শিদ-ভক্তি, ইলাহী প্রেম এবং মানবিক চেতনার অপূর্ব মেলবন্ধন দেখা যায়। সুফি রহিমুল্লাহ শাহ এর রচনাসমূহ বাংলা সুফি সংগীতের এক অমূল্য ঐতিহ্য হিসেবে বিবেচিত।

প্রকাশিত গানের সংখ্যা ৮ টি

শেয়ার করুন

সূফী রহিমুল্লাহ শাহ