সংসারে কি মজা আছে, সংসারে কি মজা আছে।
মধু মিশ্রি মিষ্ট আদি, সব বেমজা হয়ে গেছে।।
কোর্মা কালি বিরিয়ানী, রুটি বিস্কুট বাকেরখানী।
কিসমিস বাদামের ফির্নী, কৈ তাতে আর মজা আছে।।
আনার আঙ্গুর কলা, আম জাম কুল কমলা।
দধি দুগ্ধ রসগোল্লা, তিক্ত রসে ভরে গেছে।।
তালুক মুলুক ধন জন, সৈন্য সেনা বন্ধুগণ।
ঠেকলে তারা দেখবি মন, শক্র হয়ে দাঁড়ায়েছে।।
কৈরে মজা মায়ের কোলে, নাইগো মজা হুর দলে।
নাই মজা বুলবুলের কোলে, নাই মজা কামিনীর কাছে।।
বিদ্যা বুদ্ধি শাস্ত্র নীতি, সভ্যতা সমাজ সমিতি।
তীর্থ যজ্ঞ যত ইতি, সব কথা মোর মনে আছে।।
জুব্বা গায়ে পাগড়ী মাথে, শিরে জটা মালা হাতে।
মসজিদ কি মণ্ডবেতে, মাজর নিধি বসিয়াছে।।
মক্কা কিবা কাশী-ধামে, গোল পড়েছে যার নামে।
নাইগো মজা রূপে-সামে, বৃথা কত দৌঁড়িয়াছে।।
কলেমা নামাজ রোজা, তারা কয় এ পন্থ সোজা।
আমি দেখি মাথার বোঝা, মাথায় ধরা রহিয়াছে।।
মোর্শেদাবাদ গিয়ে মন, কর মজার অন্বেষণ।
করিম তোর নিকেতন, বসে মজা খাবি পাছে।।