সংবাদখান লই যারে মোর

সংবাদখান লই যারে মোর, সবিনয় ভূমি চুমি বন্ধুর শ্রীচরণ, দীন দাসের দুঃখ বার্তা কর নিবেদন রে।। পবিত্র ভারত ভূমি দেশ চট্টগ্রাম, তাহাতে অমরা পুরী মাইজভাণ্ডার ধাম রে।। স্বর্গ বিনিন্দিত পুরী অতি মনোরম, শানে-মানে সগৌরবে আর্শ-পুরী সম রে।। নূরমহলে স্থাপিয়াছেন নূরের সিংহাসন, প্রেমছলে হরিয়া নিল আমার পোঁড়া প্রাণ রে।। বলিও, তোমার এক দাস দুঃখী-দীন, বন্দী ভাবে […]

সংবাদখান লই যারে মোর,
সবিনয় ভূমি চুমি বন্ধুর শ্রীচরণ,
দীন দাসের দুঃখ বার্তা কর নিবেদন রে।।

পবিত্র ভারত ভূমি দেশ চট্টগ্রাম,
তাহাতে অমরা পুরী মাইজভাণ্ডার ধাম রে।।

স্বর্গ বিনিন্দিত পুরী অতি মনোরম,
শানে-মানে সগৌরবে আর্শ-পুরী সম রে।।

নূরমহলে স্থাপিয়াছেন নূরের সিংহাসন,
প্রেমছলে হরিয়া নিল আমার পোঁড়া প্রাণ রে।।

বলিও, তোমার এক দাস দুঃখী-দীন,
বন্দী ভাবে আছে এখন শহর আঞ্জিন রে।।

দয়াল অন্তর তার অতি দয়াময়,
অবশ্য করিমের তত্ত্ব লইবে নিশ্চয় রে।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

সংবাদখান লই যারে মোর