শুনি বারে বারে কার প্রেম

শুনি বারে বারে কার প্রেম সাজে। চুনু চুনু ধ্বনি সদা কোথা বাজে।। প্রেম সোহাগিনী খঞ্জন গামিনী। ধীরে ধীরে বুঝি যায়ে লাজে।। শুনিয়ে সে ধ্বনি মন চঞ্চলিনী। উদাসিনী হৈতে চাহে সব ত্যাজে।। মকবুল দিওয়ানা বাহানা মাওলানা। বাজায় আনন্দ ধ্বনি প্রেমে মৈজে।। লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

শুনি বারে বারে কার প্রেম সাজে।
চুনু চুনু ধ্বনি সদা কোথা বাজে।।

প্রেম সোহাগিনী খঞ্জন গামিনী।
ধীরে ধীরে বুঝি যায়ে লাজে।।

শুনিয়ে সে ধ্বনি মন চঞ্চলিনী।
উদাসিনী হৈতে চাহে সব ত্যাজে।।

মকবুল দিওয়ানা বাহানা মাওলানা।
বাজায় আনন্দ ধ্বনি প্রেমে মৈজে।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

শুনি বারে বারে কার প্রেম