মুখে কি হয় মানুষ পরিচয়, দয়া শূন্য যে হৃদয়।
রুহু ইনছান হলে মানুষ কয়,
রুহু হায়ওয়ানী মানুষ রূপে সেত পশু হয়,
রুহু রহমানি দুল্লভ জানি আসল মানুষ তারে কয়।
এমন মানুষ দেখি অনেক জন,
ধর্মাধর্ম চিনেনা যে হিংসায় নিন্দায় মন,
লিঙ্গ উদর নিয়ে ব্যস্ত পরের দুঃখে খুশী রয়।
মাইজভাণ্ডারীর নাম যখন শুনে,
আগুন পোড়া লোহার সলা ঢুকল যেন কানে,
শেষে গরুর মত জিহ্বা টানে, ঔষধ নাই মরণ সময়।
এমন হিংশুক আছে কত জন,
ভাণ্ডারীরে হিংসা করি অন্ধ দুনয়ন,
কেহ চির রোগী বহু ভোগি ভাণ্ডারীর পায়ে আশ্রয় লয়।
রমেশ বলে ভাণ্ডারীর নাম লই,
লোভ লালসা রয়ে গেল পশুত্ব গেল কৈ,
পশু স্বভাব ঘুচে যাবে যদি মাওলার দয়া হয়।