মিমের পর্দা উঠাইলে

মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন।রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন।। আহাম্মদে আহাদ পাওয়াআহাম্মদে আহাদ হওয়া,মনছুরে আনল হক কওয়া সেই কথার কারণ।। দেখিবি সেই পর্দার ভিতরে,গাউছুল আজম বিরাজ করে,গুপ্ত খবর ব্যক্ত করে খেলে মওলা ধন। ফানাফিল্লা গুলির চোটে,সত্তর হাজার পর্দা ফাটে,সচক্ষু ফুটে ভাগ্যে জুটে মওলার দরশন। রমেশ কয় বাবা ভাণ্ডারী,পর্দা উঠাও দয়া করি,হেজবুল আকবরে পরি […]

মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন।
রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন।।

আহাম্মদে আহাদ পাওয়া
আহাম্মদে আহাদ হওয়া,
মনছুরে আনল হক কওয়া সেই কথার কারণ।।

দেখিবি সেই পর্দার ভিতরে,
গাউছুল আজম বিরাজ করে,
গুপ্ত খবর ব্যক্ত করে খেলে মওলা ধন।

ফানাফিল্লা গুলির চোটে,
সত্তর হাজার পর্দা ফাটে,
সচক্ষু ফুটে ভাগ্যে জুটে মওলার দরশন।

রমেশ কয় বাবা ভাণ্ডারী,
পর্দা উঠাও দয়া করি,
হেজবুল আকবরে পরি গেল এই জীবন।।

লেখক : কবিয়াল রমেশ শীল

error:

মিমের পর্দা উঠাইলে