মাওলা তোমার শ্রীচরণে

মাওলা তোমার শ্রীচরণে, মাওলা তোমার শ্রীচরণে। মহা অপরাধী হয়ে আসিয়াছি শেষ জীবনে।। এ দাস সহায় হারা, হয়েছি জীয়ন্তে মরা, পাপের বোঝা মাথায় ধরা অশ্রুধারা দু’নয়নে।। যারা ছিল বন্ধু ভাই, সঙ্গী সকল কেহ নাই, তোমার বর শিরে ধরে চলে গেছেন জনে জনে।। আমি শুধু আছি বাকি, কোন মুহূর্তে নাও গো ডাকি, ভয়ে বিকম্পিত হৃদয় শূন্য হাতে […]

মাওলা তোমার শ্রীচরণে, মাওলা তোমার শ্রীচরণে।
মহা অপরাধী হয়ে আসিয়াছি শেষ জীবনে।।

এ দাস সহায় হারা,
হয়েছি জীয়ন্তে মরা,
পাপের বোঝা মাথায় ধরা অশ্রুধারা দু’নয়নে।।

যারা ছিল বন্ধু ভাই,
সঙ্গী সকল কেহ নাই,
তোমার বর শিরে ধরে চলে গেছেন জনে জনে।।

আমি শুধু আছি বাকি,
কোন মুহূর্তে নাও গো ডাকি,
ভয়ে বিকম্পিত হৃদয় শূন্য হাতে যাব কেমনে।।

কাবা-কাশী যতই ধামে,
আরব আজম রূম শামে,
পার হতে অন্তিমের পাড়ি কাণ্ডারী নাই তুমি বিনে।।

যদি অপরাধী আমি,
রহমান-রহিম তুমি,
আমি তোমার নামধারী পার করে দাও নামের গুণে।।

এ চক্ষে দেখেছি কত,
পাপী-তাপী শত শত,
ভব সিন্ধু পারে গেছে তোমারি করুণা গুণে।।

আমি তোমার নামধারী,
তব দ্বারের দীনভিখারী,
জগত্রাতা দয়াল আমার পানে চাওনা কেনে।।

পতিত পাবন তুমি,
বিপদ ভঞ্জন তুমি,
দয়ার সাগর তুমি এই ভরসা রাখছি মনে।।

শ্রীপদে এই ভিক্ষা চাই,
তোমাকে সম্মুখে পাই,
যে দিন ঘোষণা হবে নাই করিম আর এই ভুবনে।।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

মাওলা তোমার শ্রীচরণে