মন প্রাণ আচম্বিতে লুটিয়া

মন প্রাণ আচম্বিতে লুটিয়া নিল আর এলো না। মেঘেরাঁড়ে চন্দ্র হাসি লুকিয়া গেল আর এলো না।। প্রেমবানে প্রাণহানী পালাইল চন্দ্রাননী। প্রণয় প্রকাশিয়ে সে কাঁদাইয়ে গেল আর এলো না।। কাঁদিয়ে কাঁদাই গেল, প্রেমজ্বালা বাড়াইল। দরশনাশা দিয়ে মম ভুলিয়ে গেল আর এলো না।। পুস্প শয্যা বিছাইয়ে, আশা পন্থ নিরীক্ষিয়ে। আশার তাড়না মম যামিনী গেল আর এলো না।। […]

মন প্রাণ আচম্বিতে লুটিয়া নিল আর এলো না।
মেঘেরাঁড়ে চন্দ্র হাসি লুকিয়া গেল আর এলো না।।

প্রেমবানে প্রাণহানী পালাইল চন্দ্রাননী।
প্রণয় প্রকাশিয়ে সে কাঁদাইয়ে গেল আর এলো না।।

কাঁদিয়ে কাঁদাই গেল, প্রেমজ্বালা বাড়াইল।
দরশনাশা দিয়ে মম ভুলিয়ে গেল আর এলো না।।

পুস্প শয্যা বিছাইয়ে, আশা পন্থ নিরীক্ষিয়ে।
আশার তাড়না মম যামিনী গেল আর এলো না।।

প্রাণপতি গাউসে ধন, মকবুলেরে কিসে হান।
প্রাণপাখি তুমি বিনে উড়িয়ে গেল আর এলো না।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

মন প্রাণ আচম্বিতে লুটিয়া