মন দু’নয়নে আমা কৈল্যে জ্বালাতন

মন দু’নয়নে আমা কৈল্যে জ্বালাতন। কি করি নিবারি আমি মনেরি দাহন।। মনেরে বুঝায়ে রাখি, কিন্তু নিদারুণ আঁখি। চৌদিকে ঐরূপ দেখি কৈল্য উচাটন।। রাজা বসে সর্ব দেশে, সদা দেখি প্রজা বাসে। বুঝি ললাটের দোষে আঁখি বশে মন।। মকবুল অধীনে বলে, মাওলানার পদতলে। সদা উল্টা ভাবে চলে প্রেমেরি খেলন।। লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

মন দু’নয়নে আমা কৈল্যে জ্বালাতন।
কি করি নিবারি আমি মনেরি দাহন।।

মনেরে বুঝায়ে রাখি, কিন্তু নিদারুণ আঁখি।
চৌদিকে ঐরূপ দেখি কৈল্য উচাটন।।

রাজা বসে সর্ব দেশে, সদা দেখি প্রজা বাসে।
বুঝি ললাটের দোষে আঁখি বশে মন।।

মকবুল অধীনে বলে, মাওলানার পদতলে।
সদা উল্টা ভাবে চলে প্রেমেরি খেলন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

মন দু’নয়নে আমা কৈল্যে জ্বালাতন