মাইজভান্ডারী কালামমনরে তুমি কারুদ্দেশে মনরে তুমি কারুদ্দেশে, যোগী বেশে এই দেশে। স্বর্গ মেলা করি হেলা, হৈয়ে ভোলা বন বাসে।। এ পুতলা মাটির ঢিলা, তা পেয়ে কি হৈলা ভোলা। আয়ু বেলা অবহেলা, যাবে গো চৈলে নিমিষে।। বলে এ মকবুলে কিসে, কাঞ্চনপুর বনবাসে। বন্দি হৈলা মায়া ফাঁসে, চল এবে নিজ দেশে।। লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী Amiry official452025-09-30আব্দুল গণিমনরে তুমি কারুদ্দেশে, যোগী বেশে এই দেশে। স্বর্গ মেলা করি হেলা, হৈয়ে ভোলা বন বাসে।।এ পুতলা মাটির ঢিলা, তা পেয়ে কি হৈলা ভোলা। আয়ু বেলা অবহেলা, যাবে গো চৈলে নিমিষে।।বলে এ মকবুলে কিসে, কাঞ্চনপুর বনবাসে। বন্দি হৈলা মায়া ফাঁসে, চল এবে নিজ দেশে।।লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী