মধুর হাঁসিয়ে, নয়ন ঠারিয়ে, হানিছ বক্ষে, প্রেমেরি বাণ।
হানি প্রেম শর, করি জর জর, লুকিল কোথা মম প্রাণ।।
মধুমাখা বলে, দর্শন আশা দিলে, হায় কেন আমায় ভুলিলে।
তাকিয়ে পন্থ, নাই মম অন্ত, জীবন আশায়ে অবসান।।
দিবস যামিণী, সপ্তাহ্ মাস সন গণি, ধৈর্যতা আমারি অবশেষ।
সকলি ফুরাল, জীবন না গেল, না এলো মম প্রাণ প্রাণ।।
থাকিতে জীবন, না হলে দর্শন, শমনে দিব কি জীবন।
এসো এসো পেয়ারে, মরি তব তরে, কৃপায়ে নেও মকবুল প্রাণ।।