ভালবাসারি ভুবনে মাত্র রাজত্ব তোমারি।
কত প্রাণ হরিতেছে নিমিষেতে পলক ঠারি।।
সর্বস্থানে বিরাজিত থেকে হৈয়াছে লুকিত।
রূপ গর্বে চাওনা ফিরে কত যে দর্শক তোমারি।।
সর্বজনে সর্বস্থানে, তোমায় খোঁজে মন প্রাণে।
তুমি প্রিয়া সর্বস্থানে, পাইনা তোমায় দর্শনকারী।।
তুমি অতি রঙ্গভঙ্গি, ঠান ঠমকে প্রাণসঙ্গী।
সর্বস্থানে সভাপতি, হৈয়ে একা সর্বাকারী।।
তুমি সর্বব্যাপী বন্ধু, দেখাওনা কি মুখে ইন্দু।
মকবুল সাবধিত মন সর্বদা তোমায় বিচারি।।
তোমা কৃপা তোমা চায়ে কৃপা বিনে কেবা পায়ে।
কৃপা কর একবার তায় অহে তুমি কৃপাকারী।।