ভাব অবোধ মন হরদমে ভাণ্ডারী চরণ।
ঐ চরণে স্মরণ নিলে বিপদ হয়না কদাচন।।
মাইজভাণ্ডারীর জোর কদমে কি ফল আছে জান না।
পাপীর ভাগ্যে দেখা দিল ভাণ্ডারেতে মাওলানা,
ঐ কদম বরকতে পাবি কাবা কাশী বৃন্দাবন।
মাওলার প্রতি ভক্তি রাখ মুখে ডাক ভাণ্ডারী,
মাওলা বিনে আর কেহ নাই নিতে জীবে পার করি,
শয়নে স্বপনে ধ্যানে দিবে হঠাৎ দরশন।
নামের গুণে কসব খোলে নামের গুণ কি চমৎকার,
দিলের পর্দা কেটে যাবে ঘুচে যাবে অন্ধকার,
মিলিবে আনন্দের বাজার হবে প্রেম উদ্দিপন।
রমেশ বলে ভাণ্ডারী নাম নিতে আমার ভাগ্যে নাই,
ভবে এসে মায়া বশে, রিপু বশে দিন কাটাই,
কত দিনে এ অধীনে দয়া করে মাওলা ধন।