ভাবিস কেন মন কুভাবনা

ভাবিস কেন মন কুভাবনা দিন গেলে দিন আর হবে না। তুই আইলি একা যাবি একা তার জন্যে কেন আনাগোনা।। বিষয় রসে মজে রইলি স্ত্রী-পুত্র ভেবে আপনা। তোর শেষের দিন হলে উপস্থিত আপন কি পর যাবে জানা।। একূল ওকূল দুকূল খেয়ে বসে কর কি ভাবনা। দারুণ মায়ার বেরী কাটবি কিসে চেতন গুরুর সঙ্গ বিনা।। চেতন গুরু […]

ভাবিস কেন মন কুভাবনা দিন গেলে দিন আর হবে না।
তুই আইলি একা যাবি একা তার জন্যে কেন আনাগোনা।।

বিষয় রসে মজে রইলি স্ত্রী-পুত্র ভেবে আপনা।
তোর শেষের দিন হলে উপস্থিত আপন কি পর যাবে জানা।।

একূল ওকূল দুকূল খেয়ে বসে কর কি ভাবনা।
দারুণ মায়ার বেরী কাটবি কিসে চেতন গুরুর সঙ্গ বিনা।।

চেতন গুরু চেতন করে অচেতন কখন পারে না।
অচেতনে অচেতনকে জাগাতে কখন পারে না।।

রমেশে মিলেছে গুরু নিত্য চেতন আছে জানা।
জেনে শুনে কর্মগুণে মন বেটা কথা মানে না।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

ভাবিস কেন মন কুভাবনা